দ্য শেয়ার নিউজ ডেস্ক : আসন্ন নির্বাচনে তামিলনাড়ু কাঁপাতে নামছেন সুপারস্টার রজনীকান্ত। তিনি আগেই জানিয়েছিলেন, নিজের রাজনৈতিক দলের নাম ৩১ ডিসেম্বর ঘোষণা করবেন। এবার শোনা যাচ্ছে, কোন প্রতীকে তাঁর দল ভোটে লড়বে। জানা গিয়েছে, একুশের নির্বাচন অটোরিকশা প্রতীকে লড়বেন রজনী। ইতিমধ্যেই নির্বাচন কমিশন মাক্কাল সেবাই কাটচি নামে একটি দলকে বরাদ্দ করেছে। তবে সেটাই কি রজনীকান্তের দল তা নিয়ে ধোঁয়াশা রয়েছে।

কেন অটোরিকশার নাম উঠে আসছে? ১৯৯৫ সালে ব্লকবাস্টার তামিল ছবি বাশা ছবিতে এক অটোচালকের চরিত্রে অভিনয় করেছিলেন রজনীকান্ত। তার ২৫ বছর পরও ভক্তদের মনে সেই চরিত্র গেঁথে রয়েছে। রজনী মাক্কাল মনদ্রম নামে একটি সংগঠনের শীর্ষ নেতা নির্বাচন কমিশনে মাক্কাল সেবাই কাটচি নামে দলের রেজিস্ট্রেশন করেছেন। শোনা যাচ্ছে, রজনীকান্তের নির্দেশেই নাকি এমন দলের রেজিস্ট্রেশন হয়েছে। এটাও গুঞ্জন যে, রজনীর দল প্রথমে আনাইতিন্ধিয়া মাক্কাল শক্তি কাজাগম নামে নথিভুক্ত হয়েছিল। রজনীর বিখ্যাত দুই আঙুল দেখানো জয়ের প্রতীক দিয়ে। প্রসঙ্গত, এর আগে ১৯৯৬ সালে তামিল মানিলা কংগ্রেস-ডিএমকে জোটকে সমর্থন করেছিলেন।