দ্য শেয়ার নিউজ ডেস্ক : বাকি আর মাত্র ১০ রান। তারপরেই নতুন কীর্তির মালিক হয়ে যাবেন বিরাট কোহলি। প্রথম ভারতীয় ব্যাটসম্যান হিসেবে টি২০-তে ৯০০০ রানের অধিকারী হবেন তিনি। সব ধরনের টি২০ ক্রিকেট (২৮৫টি) মিলিয়ে কোহলির রানসংখ্যা ৮৯৯০ রান। ২০০৭ সালে টি২০ ক্রিকেটে আত্মপ্রকাশ ঘটে কোহলির। তিনটি দলের প্রতিনিধিত্ব করেছেন তিনি এখনও পর্যন্ত- টিম ইন্ডিয়া, আরসিবি এবং দিল্লি। এর মধ্যে আরসিবির হয়েই কোহলি করেছেন ৫৯২৬ রান। জাতীয় দলের হয়ে কোহলির টি২০ রান সংখ্যা ২৭৯৪।
টি২০ ক্রিকেটে সবথেকে বেশি রানের অধিকারী ক্রিস গেইল। ৪০৪ ম্যাচ খেলে ইউনিভার্সাল বসের সংগ্রহে ১৩২৯৬ রান। গোটা বিশ্বের একাধিক টি২০ লিগের ১৫টি দলের প্রতিনিধিত্ব করেছেন তিনি। জাতীয় দলের হয়ে বর্তমানে না খেললেও অবসর নেননি। খুব শীঘ্রই তাকে অবশ্য টি২০ বিশ্বকাপে দেখা যেতে পারে। এর পরেই রয়েছেন কায়রণ পোলার্ড। ১০ হাজারি রানের তালিকায় দ্বিতীয় ও শেষ ব্যাটসম্যান। তিনি করেছেন ১০৩৭০ রান। এরপর রয়েছেন যথাক্রমে শোয়েব মালিক (৯৯২৬), ব্রেন্ডন ম্যাকালাম (৯৯২২), ডেভিড ওয়ার্নার (৯৪৫১), ফিঞ্চ (৯১৪৮)। এবং তার পরেই রয়েছেন কোহলি।
Leave A Comment
You must be logged in to post a comment.