দ্য শেয়ার নিউজ ডেস্ক : আইপিএলের ব্যস্ত শিডিউলের ফাঁকেও দেশে ঘটে যাওয়া অন্যায়ের বিরুদ্ধে সুদূর সংযুক্ত আরব আমিরশাহি থেকে গর্জে উঠলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। উত্তরপ্রদেশের হাথরসে গণধর্ষণের ঘটনার নিন্দা জানানোর পাশাপাশি অভিযুক্তদের শাস্তির দাবি জানিয়ে সোচ্চার হলেন কোহলি। এই প্রসঙ্গে টুইটারে আরসিবি অধিনায়ক লিখেছেন, ‘হাথরসে যা ঘটেছে তা অমানবিক, নিষ্ঠুরতার ঊর্ধ্বে। আশা করি, এই জঘন্য অপরাধের অভিযুক্তদের বিচারের আওতায় আনা হবে’।
প্রসঙ্গত, এদিন নয়াদিল্লির হাসপাতালে মৃত্যু হয়েছে গণধর্ষিতার। গত ১৪ সেপ্টেম্বর উঁচুজাতের ৪ যুবক এক নাবালিকাকে গণধর্ষণ করে বলে অভিযোগ ওঠে। ধর্ষণের পাশাপাশি তার উপর চরম নির্যাতন চালানো হয় বলে অভিযোগ উঠেছে। নির্যাতিতার জিভ কাটা ছিল। পাশাপাশি তার মেরুদণ্ডে চোট লাগে। সেইসঙ্গে শরীরে আরও একাধিক ক্ষতচিহ্ন মেলে। ১৫ দিন আগে নির্যাতিতাকে জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় দিল্লিতে স্থানান্তরিত করা হয়।
Leave A Comment
You must be logged in to post a comment.