দ্য শেয়ার নিউজ ডেস্ক : কলকাতায় পারদ আরও চড়ল। ফিকে হচ্ছে জাঁকিয়ে শীতের আমেজ। গত ক’দিন ধরেই রাজ্যে সর্বনিম্ন তাপমাত্রার পারদ বাড়ছে। যদিও আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আগামিকাল থেকে ফের নামবে রাতের পারদ। যার ফলে ফের শীতের আমেজ ফিরবে বাংলায়। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রার পারদ ছুঁয়েছে ১৯.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি।

হাওয়া অফিস জানিয়েছে, কলকাতা, হাওড়়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, দুই বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, দুই দিনাজপুর, মালদাতেও শুষ্ক আবহাওয়া থাকবে বলে জানা গিয়েছে।