দ্য শেয়ার নিউজ ডেস্ক : দুই বছর ধরে বিটা মোডে WhatsApp Pay চালানোর পর অবশেষে সরকারের থেকে আনুষ্ঠানিক ভাবে পেমেন্ট সিস্টেম চালু করার ছাড়পত্র পেল মার্ক জুকারবার্গের সংস্থা। সেই অনুসারে এবার ভারতে সবাই ব্যবহার করতে পারবেন পেমেন্ট অ্যাপ WhatsApp Pay. অ্যান্ড্রয়েড ও আইওসে ডাউনলোড করা যাচ্ছে WhatsApp Pay.
এই অ্যাপকে আনুষ্ঠানিক ছাড়পত্র দিল নিয়ন্ত্রক সংস্থা National Payments Corporation of India (NPCI). তবে ধাপে ধাপে হোয়াটসঅ্যাপকে নিজেদের পেমেন্ট অ্যাপকে দেশের মানুষের কাছে নিয়ে যেতে বলেছে সরকার। প্রাথমিক ভাবে দুই কোটি মানুষ হোয়াটসঅ্যাপ পে ব্যবহার করতে পারবেন। দেশে প্রায় ৪০ কোটি হোয়াটসঅ্যাপ ব্যবহারকারক আছেন। মার্ক জুকারবার্গ বিবৃতিতে বলেন যে তারা এনপিসিআই-এর সঙ্গে একযোগে কাজ করছিলেন, যারা নিশ্চিত করে সবকিছু নিরাপদ ও বিশ্বাসযোগ্য যাতে হয়। ইউপিআই ব্যবহার করেছে হোয়াটসঅ্যাপ পে যাতে অন্য অ্যাপ ব্যবহার করা লোকজনও এখানে টাকা পাঠাতে পারেন, বলে জানান জুকারবার্গ। সংস্থাগুলি যাতে গ্রাহকদের দারুন সুবিধা দিতে পারে, তার দিকে খেয়াল রাখা হচ্ছে বলে জানান মার্ক জুকারবার্গ।
Leave A Comment
You must be logged in to post a comment.