দ্য শেয়ার নিউজ ডেস্ক : ভারতের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট সৈয়দ মুস্তাক আলি ট্রফির জন্য ৩০ জনের প্রাথমিক দলে যুবরাজ সিংকে রাখল পঞ্জাব। গত বছর জুনে ক্রিকেটের তিন ফরম্যাট থেকেই অবসর গ্রহণ করেছিলেন যুবরাজ। তবে ক্রিকেট থেকে বেশিদিন দূরে থাকেননি। বরং পঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশনের অনুরোধে মোহালিতে শুভমন গিল, অভিষেক শর্মা, প্রভসিমরান সিং এবং আনমোলপ্রীত সিংকে নিয়ে দুটি দীর্ঘ ক্যাম্প করেন। চার উঠতি ক্রিকেটারের ফিটনেস ও দক্ষতা নিয়ে কাজ করেন যুবি। আনলক শুরুর পর থেকে মাস দুয়েক ট্রেনিং করেছেন তিনি। ব্যাট হাতে ছন্দ দেখে যুবরাজকে অবসর ভেঙে ফিরে আসার প্রস্তাব দেয় পঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন।
ক্রিকেটে ফিরে আসার জন্য মোহালিতে নিয়মিত অনুশীলন করছেন যুবরাজ। দিনকয়েক আগেই ৩৯ তম জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় ব্যাটিংয়ের একটি ভিডিয়োও পোস্ট করেন তিনি। তা থেকেই স্পষ্ট হয়ে গিয়েছিল, ২০১১ সালের বিশ্বকাপের সেরা খেলোয়াড়দের লক্ষ্য। তবে যুবরাজ এখনই পঞ্জাবের হয়ে খেলতে পারবেন কিনা, তা নিয়ে ধোঁয়াশা আছে। কারণ, শেষ পর্যন্ত তাঁকে খেলার অনুমতি দেবে বিসিসিআই।
Leave A Comment
You must be logged in to post a comment.